কুঁদঘাটে ম্যানহোল পরিষ্কার করতে নেমে মর্মান্তিক মৃত্যু হল ৪ শ্রমিকের, আশঙ্কাজনক আরও ৩

কুঁদঘাটে ম্যানহোলে পরিষ্কার করতে নেমে তলিয়ে ৪ শ্রমিকের মর্মান্তিক মৃত্যু। আশঙ্কাজনক আরও ৩ কর্মী হাসপাতালে চিকিৎসাধীন। বৃহস্পতিবার কুঁদঘাটের পূর্ব পুঁতিয়ারি এলাকার একটি পাম্প হাউজের কাছে ম্যানহোল পরিষ্কার করতে নেমে আচমকাই জলে তলিয়ে যান কলকাতা পুরসভার বেশ কয়েকজন ঠিকাকর্মী। ডুবুরি নামিয়ে বহুক্ষণ তল্লাশি চালানোর পরে বাকি চারজনকে উদ্ধার করা সম্ভব হয়। পরে উদ্ধার হন আরও তিন শ্রমিক। এরপর তড়িঘিড়ি তাঁদের হাসপাতালে পাঠানো হলেও শেষ রক্ষা হয়নি। মারা গিয়েছেন চারজন। 

error: Content is protected !!