![](https://sangbadamebangla.com/wp-content/uploads/2021/02/রুজিরার-ব্যাংক-অ্যাকাউন্ট-সম্পর্কে-তথ্য-জানতে-চেয়ে-ফিনান্সিয়াল-ইন্টালিজেন্স.jpg)
রুজিরার ব্যাংক অ্যাকাউন্ট সম্পর্কে তথ্য জানতে চেয়ে ফিনান্সিয়াল ইন্টালিজেন্স ইউনিটে চিঠি পাঠাল সিবিআই
অভিষেক বন্দ্যোপাধ্যায়ের পত্নী রুজিরা বন্দ্যোপাধ্যায়কে জেরা করার সময় তাঁর বিদেশি অ্যাকাউন্ট নিয়ে তথ্য চেয়েছিল সিবিআই। এবার রুজিরার ব্যাংক অ্যাকাউন্ট সম্পর্কে তথ্য জানতে চেয়ে ফিনান্সিয়াল ইন্টালিজেন্স ইউনিটে চিঠি পাঠাল সিবিআই। কিন্তু ফিনান্সিয়াল ইন্টালিজেন্সই কেন? তথ্য বলছে, কোনও প্রবাসী ভারতীয়র অথবা কোনও ভারতীয় নাগরিকের যদি বিদেশে অ্যাকাউন্ট থাকে, সেই অ্যাকাউন্টে লেনদেন হয়, সেক্ষেত্রে এই সংক্রান্ত সব ধরনের তথ্য থাকে ফিনান্সিয়াল ইন্টালিজেন্স ইউনিটে। প্রসঙ্গত ভোটের আগে এই সিবিআই তৎপরতাকে সিবিআই-এর রাজনীতিকরণ হিসেবেই দেখছে তৃণমূল।