ভ্যাকসিনের দ্বিতীয় ডোজ নেওয়ার পরেও লখনউ হাসপাতালের ৪০ জন চিকিৎসক করোনা পজিটিভ

করোনা ভাইরাসের ভ্যাকসিন নেওযার পরও কোভিড–১৯–এ আক্রান্ত হলেন ৪০ জন চিকিৎসক। জানা গিয়েছে, লখনউয়ের কিং জর্জ মেডিক্যাল ইউনিভার্সিটির ভাইস–চ্যান্সেলর লেফটেন্যান্ট জেনারেল (‌অবসরপ্রাপ্ত)‌ বিপিন পুরি সহ ৪০ জন চিকিৎসকের কোরনা পজিটিভ রিপোর্ট এসেছে। এর পরই ভ্যাকসিনের কার্যকারিতা নিয়ে প্রশ্ন উঠতে শুরু করে বিভিন্ন মহল থেকে। জানা গিয়েছে, যে গত ২৫ মার্চ ভাইস-চ্যান্সেলর করোনা ভাইরাস ভ্যাকসিনের দ্বিতীয় ডোজ নেন এবং গত বছরের অগাস্টে করোনায় আক্রান্ত হওয়ার পর তিনি দ্বিতীয়বার কোভিডে আক্রান্ত হলেন। এই পরিস্থিতির ওপর প্রতিক্রিয়া জানাতে গিয়ে কেজিএমইউয়ের সন্দীপ তিওয়ারি বলেন, ‘‌গত চারদিনে, ৪০ জন চিকিৎসক সহ মেডিক্যাল সুপারিটেনডেন্ট হিমাংশু করোনা ভাইরাসে আক্রান্ত হন।’‌ অধিকাংশ চিকিৎসকই ভ্যাকসিনের দু’‌টি ডোজ নেওয়ার পরও এই ভাইরাসে আক্রান্ত হয়েছেন।

error: Content is protected !!