মুশির্দাবাদে ভয়াবহ পথদুর্ঘটনা, মৃত ৮, আহত ১৫

মুর্শিদাবাদের সুতি থানার ধলার মোড় এলাকায় ৩৪ নম্বর জাতীয় সড়কে দুর্ঘটনায় অন্তত ৮ জনের মৃত্যু হল। গুরুতর আহত হয়েছেন আরও ১৫ জন।মৃতের সংখ্যা বাড়তে পারে বলে আশঙ্কা। দুর্ঘটনাগ্রস্তদের উদ্ধার করে জঙ্গিপুর মহকুমা সুপার স্পেশালিটি হাসপাতালে ভর্তি করা হয়েছে। স্থানীয় সূত্রে জানা গিয়েছে, বৃহস্পতিবার দুপুরে সাজুর মোড় থেকে বহরমপুরের দিকে যাচ্ছিল একটি স্করপিও। পাশের লেন ধরে জঙ্গিপুর থেকে ডাকবাংলোর দিকে যাচ্ছিল একটি অটোরিক্সা। ধলার মোড়ের কাছে হঠাত্ স্কারপিওটির সামনের ডান চাকা খুলে যায়। গতি থাকায় সেটি প্রায় লাফিয়ে গিয়ে পড়ে পাশের লেনের অটোটির উপর। এর ফলে স্করপিও এবং অটোর আরোহীরা চোট পান।

error: Content is protected !!