করোনার টিকা নিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির মা

আজ ভ্যাকসিন নিলেন মা। আর বৃদ্ধ মায়ের ভ্যাকসিন নেওয়ার খবর সকলকে জানালেন ছেলে নিজেই। তবে এই ছেলে তো আর যে কেউ নন। তিনি দেশের প্রধানমন্ত্রী। মা হীরাবেন মোদিকে করোনা ভ্যাকসিনের প্রথম ডোজ দেওয়া হয়েছে আজ বৃহস্পতিবার। সেই কথাই প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি নিজের ট্যুইটার অ্যাকাউন্ট থেকে একটি ট্যুইটের মাধ্যমে জানান। তিনি লেখেন, “আমি এটা জানাতে পেরে খুবই আনন্দ অনুভব করছি যে, আমার মাকে করোনা ভ্যাকসিনের প্রথম ডোজ দেওয়া হয়েছে।” যদিও তাঁর মা হীরাবেন মোদিকে কোন ভ্যাকসিন দেওয়া হল, ‘কোভিশিল্ড’ না ‘কোভ্যাকসিন’, তা নিয়ে বিশদে কিছু জানাননি প্রধানমন্ত্রী। 

error: Content is protected !!