‘হুইলচেয়ারে ঘুরতে হবে, ২-৩ দিনের মধ্যে ফিল্ডে ফিরতে পারব, পায়ে চোট থাকলেও ম্যানেজ করে নেব,’ হাসপাতাল থেকে বার্তা মমতার

হাসপাতাল থেকেই দলীয় কর্মীদের উদ্দেশ্যে ভিডিওবার্তা 

গতকাল সন্ধ্যায় নন্দীগ্রামের বিরুলিয়া বাজারে মুখ্যমন্ত্রী তথা তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের চোট পাওয়ার ঘটনায় উত্তাল রাজ্য রাজনীতি। মমতা বন্দ্যোপাধ্যায়ের আঘাত গুরুতর। আজ মমতা বন্দ্যোপাধ্যায় হাসপাতের থেকে বলেন, “আমার হাড়ে চোট আছে। লিগামেন্টে চোট আছে। মাথায় খুব জোরে কাল লেগেছিল। বনেটের উপর দাঁড়িয়ে আমি নমস্কার করছিলাম। তখনই জোরে চাপ আসে। তাতে পুরো গাড়িটা আমার পায়ের উপর চেপে যায়.. সবার কাছে অনুরোধ করব সকলে শান্তিতে থাকুন, ভালো থাকুন। এমন কিছু করবেন না, যাতে সাধারণ মানুষের অসুবিধা হয়। আশা করি ২-৩ দিনের মধ্যে ফিল্ডে ফিরতে পারব। পায়ে চোট থাকলেও ম্যানেজ করে নেব। মিটিং বাদ দেব না। হয়তো কিছুদিন আমাকে হুইলচেয়ারে ঘুরতে হবে।” 

error: Content is protected !!