দিল্লিতে ৯০০ কোটি টাকার কোকেন বাজেয়াপ্ত

এনসিবি ৮২.৫৩ কিলোগ্রাম উচ্চ মানের কোকেন উদ্ধার করেছে৷ জানা গিয়েছে এর বাজার মূল্য প্রায় ৯০০ কোটি টাকা। দিল্লির একটি কুরিয়ার সেন্টার থেকে এই বিপুল পরিমাণ ড্রাগস উদ্ধার করা হয়েছে। এই ঘটনাকে কেন্দ্র করে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ বলেছেন যে, মোদি সরকার দেশের নেশা-মুক্ত ভারত গড়ার সংকল্পে দৃঢ়প্রতিজ্ঞ। তিনি এনসিবিকে এই সাফল্যের জন্য অভিনন্দন জানিয়েছেন। জানা গিয়েছে, এই ড্রাগ সিন্ডিকেটটি বিদেশের একটি গ্রুপ দ্বারা পরিচালিত হচ্ছে। তারা কুরিয়ার বা কার্গোর মাধ্যমে এই ড্রাগ অস্ট্রেলিয়ায় পাচার করার পরিকল্পনা করেছিল। এই গ্রুপের সদস্যরা গোপন নামে কাজ করত এবং পরস্পরের সম্পর্কে সম্পূর্ণ অজানা ছিল। পোরবন্দরে ৭০০ কেজি মেথামফেটামিন উদ্ধার – শুক্রবার, গুজরাটের পোরবন্দরের উপকূল থেকে ভারতীয় জলসীমায় ৭০০ কেজি মেথামফেটামিন উদ্ধার করা হয়েছে, যার বাজার মূল্য ২৫০০-৩৫০০ কোটি টাকা। 

error: Content is protected !!