আগামী ১২ এপ্রিল আসানসোল ও বালিগঞ্জে উপনির্বাচন, ঘোষণা নির্বাচন কমিশনের

পশ্চিমবঙ্গের ২টি আসনে উপনির্বাচন ঘোষণা করল জাতীয় নির্বাচন কমিশন ৷ আগামী ১২ এপ্রিল আসানসোল লোকসভা ও বালিগঞ্জ বিধানসভা কেন্দ্রে উপনির্বাচন। শনিবার বিকেলে এই ঘোষণা করেছে নির্বাচন কমিশন ৷ কমিশন জানিয়েছে, ওই দিন সারা দেশে মোট পাঁচটি কেন্দ্রে উপনির্বাচন হবে ৷ তার মধ্যে চারটি বিধানসভা কেন্দ্র ও একটি লোকসভা আসন ৷ পশ্চিমবঙ্গ ছাড়াও ছত্তীশগড়, বিহার ও মহারাষ্ট্রের তিনটি বিধানসভা আসনে উপনির্বাচন হতে চলেছে আগামী ১২ এপ্রিল । কমিশন জানিয়েছে, এই উপনির্বাচনের বিজ্ঞপ্তি প্রকাশ করা হবে আগামী ১৭মার্চ ৷ মনোনয়ন প্রক্রিয়া শুরু হবে আগামী ২৪ মার্চ ৷ স্ক্রুটিনি হবে তার পর দিন ৷ ২৮ মার্চ মনোনয়ন তুলে নেওয়ার শেষ দিন ৷ আগামী ১৬ এপ্রিল ভোট গণনা হবে ৷ আগামী ১৮ এপ্রিলের মধ্যে এই পাঁচ আসনে নির্বাচনের প্রক্রিয়া শেষ করা হবে বলে জানিয়েছে নির্বাচন কমিশন ৷

error: Content is protected !!