
রামনবমীর মিছিলে বাধা নয়, নির্দেশ মুখ্যমন্ত্রীর
রমজান মাসের মধ্যেই পড়েছে রামনবমী । রামনবমীকে কেন্দ্র করে গোটা রাজ্যে অনেক মিছিল ও শোভাযাত্রা বের হয় ৷ আর এবছরের রামনবমীর মিছিলে বাধা না দিতে মন্ত্রিসভার বৈঠকে নির্দেশ দিলেন মুখ্যমন্ত্রী ৷ শান্তিপূর্ণভাবে যাতে রাজ্যের সর্বত্র অনুষ্ঠান পালিত হয় বুধবার তিনি এই নির্দেশই দিলেন ।
আজ মন্ত্রিসভার বৈঠকে এই বিষয়টি আলোচনায় ওঠে । সেখানেই মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, মন্ত্রী এবং প্রশাসনকে এ বিষয়ে সতর্ক করে বলেন, কোনভাবেই রামনবমীর মিছিলে যেন বাধা না দেওয়া হয় । রামনবমী নিয়ে যেন কোনও অপ্রীতিকর পরিস্থিতি তৈরি না হয় ।
আসলে একই সঙ্গে রামনবমী এবং রমজান মাস পড়ায় কোনও সাম্প্রদায়িক সংঘাতের ঘটনা যাতে না ঘটে তার জন্য আগে থেকেই সতর্ক করে দিয়েছেন মুখ্যমন্ত্রী বলে মনে করছেন আধিকারিকরা । সেক্ষেত্রে তিনি প্রশাসনকে নির্দেশ দিয়েছেন যাতে সমস্ত মানুষ তার ইচ্ছামত ধর্মীয় আচরণ করার সুযোগ পায় । একই সঙ্গে তিনি আশঙ্কা প্রকাশ করেছেন এই উৎসবের সুযোগ নিয়ে অশান্তি করতে চাইছে কেউ কেউ । সেক্ষেত্রে পুলিশ এবং প্রশাসনকে সতর্ক থাকতে হবে । যাতে কোনও অপ্রীতিকর ঘটনা না ঘটে সে দিকেও নজর দিতে হবে, বলেন তিনি।