প্রয়াত তেলুগু অভিনেতা নন্দমুরাই তারকারত্ন

প্রয়াত তেলুগু অভিনেতা তথা টিডিপি নেতা নন্দমুরাই তারকারত্ন। বয়স হয়েছিল ৪০ বছর। ২৩ দিন আগে একটি মিছিলে আচমকা হৃদরোগে আক্রান্ত হন। তারপর থেকেই হাসপাতালে ভর্তি ছিলেন। গতকাল, শনিবার রাতে সেখানেই শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। একাধিক দক্ষিণী ছবিতে অভিনয় করেছেন নন্দমুরাই। তিনি সম্পর্কে টিডিপি নেতা ও অন্ধ্রপ্রদেশের প্রাক্তন মুখ্যমন্ত্রী চন্দ্রবাবু নাইডুর জামাই।

error: Content is protected !!