‘বাতিল হয়ে যাওয়া ২ হাজারের নোটে আর্থিক সাহায্য দিচ্ছে তৃণমূল’, বিস্ফোরক অভিযোগ রাজ্য বিজেপি সভাপতির

বালাসোরে রেল দুর্ঘটনায় নিহতদের পরিবারের পাশে থাকতে আর্থিক সাহায্য দিচ্ছে তৃণমূল কংগ্রেস ৷ মঙ্গলবার সেই নিয়ে বিস্ফোরক অভিযোগ করেছেন বঙ্গ বিজেপির সভাপতি সুকান্ত মজুমদার ৷ তাঁর দাবি ২০০০ টাকার নোটে ২ লক্ষ টাকা করে দেওয়া হয়েছে বাংলার শাসক দলের তরফে ৷এই নিয়ে এ দিন দুটি টুইট করেছেন বিজেপির রাজ্য সভাপতি ৷ প্রথম টুইটে একটি ভিডিয়ো শেয়ার করেছেন বালুরঘাটের সাংসদ ৷ সেখানে কয়েকজন মহিলাকে দুহাজার টাকার নোটের বান্ডিল নিয়ে বসে থাকতে দেখা গিয়েছে ৷ সেই টুইটে সুকান্ত লিখেছেন ‘‘মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশে তৃণমূল দলের পক্ষ থেকে নিহতদের পরিবারকে ২ লক্ষ টাকার আর্থিক সাহায্য করছেন রাজ্যের একজন মন্ত্রী । সাধুবাদ জানাই । এর পরই তিনি ভিডিয়োর প্রসঙ্গ তুলে লিখেছেন ‘‘কিন্তু এপ্রসঙ্গে এই প্রশ্নটাও রাখছি একসঙ্গে ২০০০ টাকার নোটে ২ লক্ষ টাকার বান্ডিলের উৎস কি প্রসঙ্গত দিন কয়েক আগেই আরবিআইএর তরফে জানানো হয়েছে যে আগামী সেপ্টেম্বরের পর ২ হাজার টাকার নোট আর বৈধ থাকবে না ৷ তার আগে ব্যাংকে গিয়ে সাধারণ মানুষকে ২ হাজার টাকার নোট জমা দেওয়ার নির্দেশ দিয়েছে আরবিআই ৷ পরের টুইটে সুকান্ত মজুমদার সেই প্রসঙ্গ তুলেছেন ৷ লিখেছেন ‘‘বর্তমানে ২০০০ টাকার নোট বাজারে জোগান কম এবং তা ব্যাংকের মাধ্যমে পরিবর্তন করার পদ্ধতি চলছে ।সেই সঙ্গে সুকান্ত প্রশ্ন তুলেছেন ‘‘এই পরিস্থিতিতে অসহায় পরিবারগুলোকে ২০০০ টাকার নোট প্রদান করে তাদের সমস্যা কি বৃদ্ধি করা হল না প্রথম টুইটে টাকার উৎস নিয়ে যে প্রশ্ন তুলেছেন সেটাই ঘুরিয়ে আবারও তুলেছেন দ্বিতীয় টুইটে ৷ কার্যত অভিযোগ করেছেন যে দুর্নীতির টাকা তৃণমূল সাধারণ মানুষকে দিচ্ছে ৷

error: Content is protected !!