তামিলনাড়ুতে মহিলাকে গণধর্ষণ, অভিযুক্তদের ‘এনকাউন্টার’ পুলিশের

মহিলাকে গণধর্ষণ কাণ্ডে অভিযুক্তরা কোথায় রয়েছে তা তল্লাশি চালাতে গিয়ে পুলিশ অভিযুক্তদের ডেরায় পৌঁছয় ৷ সেখানে পুলিশ বাহিনী পৌঁছতেই তাদের উপর ধারালো অস্ত্র দিয়ে হামলা চালায় মহিলাকে ধর্ষণ কাণ্ডের দুই অভিযুক্ত ৷ বাঁচতে পাল্টা পুলিশও গুলি চালায় ৷ পায়ে গুলি লেগে জখম হয় এক অভিযুক্ত ৷ পুলিশি তদন্তে জানা যায়, গত ১৯ তারিখ বিকেলে তামিলনাড়ুর কৃষ্ণগিরির পোনমালাইকুট্টাইয়ের পেরুমাল মন্দির দর্শনে যান নির্যাতিতা ৷ তাঁর সঙ্গে কয়েকজন পরিবারের সদস্যও ছিলেন ৷ পোনমালাইকুট্টাইয়ের নতুন বাসস্ট্যান্ডের পিছনে পাহাড়ে অবস্থিত মন্দিরে তিরুপত্তুর জেলার ওই মহিলা পৌঁছতেই তাকে ঘিরে ফেলে ওই ৪ অভিযুক্ত ৷ তাঁকে সেখানেই গণধর্ষণ করে ও প্রাণনাশের হুমকি দেয় ৷ ওই দুষ্কৃতীরা পালিয়ে যাওয়ার সময় গয়না ও নগদ টাকাও ছিনতাই করে নিয়ে যায় ৷ প্রথমে পুলিশে অভিযোগ দায়ের করতে অস্বীকার করলেও তিনি পরে থানায় যান ৷ পুলিশের কাছে লিখিত অভিযোগ দায়েরের পর তদন্ত শুরু হয় ৷ এরপরই ওই এলাকায় যায় পুলিশ বাহিনী ৷ সেখানকার স্থানীয় ও নির্যাতিতার আত্মীয়দের বয়ানের ভিত্তি পুলিশ দুই সন্দেহভাজনকে গ্রেফতার করে ৷ তাদের জেরা করে বাকি দুই অভিযুক্তের খোঁজ চালান তদন্তকারীরা ৷ সেখান থেকে এক গোপন ডেরা সম্বন্ধে জানতে পারে পুলিশ ৷ সেখানে বৃহস্পতিবার রাতে তল্লাশিতে গিয়ে অভিযুক্তদের খোঁজ পায় ৷ তাদেরকে গ্রেফতাক করতে গেলে পুলিশের উপর অতর্কিতে ধারালো অস্ত্র দিয়ে আক্রমণ করা হয় ৷ আত্মরক্ষার জন্য পুলিশও গুলি যায় ৷ পুলিশের গুলি একজনের পায়ে লাগে ৷ হাসপাতালে ভর্তি করা হয় তাকে ৷ আরেকজনকে গ্রেফতার করে পুলিশ ৷ জেলা পুলিশ সুপার থাঙ্গাদুরাই ঘটনাস্থলে যান ৷ পুলিশ সূত্রে জানা গিয়েছে, এলাকাবাসীদের পাওয়া তথ্যের ভিত্তিতে পুলিশ চার জনকে গণধর্ষণ কাণ্ডে গ্রেফতার করেছে ৷

error: Content is protected !!