
৬ মাসের জন্য সাসপেন্ড ১৮ বিজেপি বিধায়ক, বিধানসভা থেকে বের করা হল চ্যাংদোলা করে
বিধানসভা থেকে চ্যাংদোলা করে বের করা হলো বিজেপি বিধায়কদের। শুক্রবার এক অদ্ভুত দৃশ্যের সাক্ষী হলো কর্নাটক বিধানসভা। ‘শৃঙ্খলাভঙ্গ’-এর দায়ে বিধানসভা থেকে ছয় মাসের জন্য বরখাস্ত করা হলো ১৮ জন বিজেপি বিধায়ককে। যার মধ্যে প্রাক্তন উপ-মুখ্যমন্ত্রী ড. সি এন অশ্বথ নারায়ণ, বিরোধী দলের প্রধান হুইপ দোদ্দানাগৌড়া এইচ পাতিলও আছেন। বরখাস্ত করার পর, বিজেপি বিধায়করা বিধানসভা ছাড়তে না চাওয়ায়, তাঁদের মার্শাল ডেকে চ্যাংদোলা করে বের করে দেন অধ্যক্ষ ইউ টি খাদের। এ দিন সারা দিন ধরেই কর্নাটক বিধানসভা উত্তাল ছিল দুটি বিষয় নিয়ে… মুসলিম সংরক্ষণ বিল, যাতে সরকারি চুক্তিতে মুসলিমদের জন্য ৪ শতাংশ সংরক্ষণের কথা বলা হয়েছে। আর বিধায়কদের হানিট্র্যাপে ফেলার চেষ্টার অভিযোগ। এই দুই বিষয় নিয়েই বিধানসভার অন্দরে বিক্ষোভ দেখাচ্ছিলেন বিজেপি বিধায়করা। এরই মধ্যে পাশ হয় অর্থ বিল। তবে তার আগেই কয়েকজন বিজেপি বিধায়ক বিলটিকে মুসলিম সংরক্ষণ বিল বলে ভুল করে মনে করে বিলের কপি ছিঁড়ে অধ্যক্ষের মুখে ছুড়ে মারেন। এর পরই বিধানসভার কর্মকাণ্ড ব্যাহত করার জন্য ১৮ জন বিজেপি বিধায়ককে ছয় মাসের জন্য বিধানসভা থেকে বরখাস্ত করার প্রস্তাব দিয়ে একটি বিল পেশ করেন কর্নাটকের আইন ও সংসদ বিষয়ক মন্ত্রী এইচ কে পাতিল। কিছু পরেই বিলটি পাশ হয় বিধানসভায় এবং অধ্যক্ষ ইউ টি খাদের ওই ১৮ জনকে বরখাস্ত বলে ঘোষণা করেন। স্থগিতাদেশ অনুসারে, এই বিধায়করা বিধানসভার হল, লবি এবং গ্যালারিতে প্রবেশ করতে পারবেন না। কোনও স্থায়ী কমিটির বৈঠকে অংশ নিতে পারবেন না তাঁরা। সেই সঙ্গে বিধানসভার এজেন্ডায় তাদের নামে কোনও বিষয় তালিকাভুক্ত করা যাবে না। বরখাস্ত থাকাকালীন তারা কোনও নির্দেশ জারি করতে পারবেন না।
#WATCH | Bengaluru: 18 Karnataka BJP MLAs being carried out of the Assembly after their suspension.
— ANI (@ANI) March 21, 2025
The House passed the Bill for their suspension for six months for disrupting the proceedings of Assembly. The Bill was tabled by Karnataka Law and Parliamentary Affairs Minister… pic.twitter.com/KKss0M9LVZ