
ট্রেনে এটিএম ! ভিডিও শেয়ার করলেন রেলমন্ত্রী
এবার ট্রেনের মধ্যে নগদ টাকার ব্যবস্থা করে দিচ্ছে ভারতীয় রেল ৷ দেশে এই প্রথম ট্রেনে এটিএম স্থাপন করল রেল কর্তৃপক্ষ ৷ বুধবার মহারাষ্ট্রের মনমদ-সিএসএমটি পঞ্চবটী এক্সপ্রেসে পরীক্ষামূলকভাবে এটিএম বসানো হল ৷ ট্রেনে এটিএম থেকে টাকাও তুললেন যাত্রীরা ৷ কেন্দ্রীয় রেলমন্ত্রী অশ্বিনী যাদব সেই ভিডিয়ো শেয়ার করেছেন তাঁর এক্স হ্যান্ডেলে ৷ তিনি লেখেন, “এই প্রথম ট্রেনের মধ্যেই এটিএম পরিষেবা ৷” চলন্ত ট্রেনে এই এটিএম পরিষেবার পোশাকি নাম ‘এটিএম অন হুইলস’ ৷ রেলে রাজস্ব আদায়ে জোর দিতে এই বন্দোবস্ত করেছে রেল কর্তৃপক্ষ ৷ চলতি বছরের ২৫ মার্চ সম্ভাব্য সব ভেন্ডরদের নিয়ে বৈঠক করে রেল কর্তৃপক্ষ ৷ সেখানে ট্রেনের মধ্যে এটিএম স্থাপন করার প্রস্তাব পেশ করা হয় ৷ এর আগে গত ১০ এপ্রিল ১২১১০ মনমদ-সিএসএমটি পঞ্চবটী এক্সপ্রেসে এটিএম বসিয়ে একটি পরীক্ষা করা হয় ৷ রান্নার ছোট জায়গায় এটিএম মেশিন স্থাপন করে মেকানিক্যাল টিম ৷ রেলের তরফে বলা হয়েছে, “ভাইব্রেশন হলেও কোনও সমস্যা নেই ৷ প্রথম যাত্রায় এটিএম-কে রাবার প্যাড আর বোল্ট দিয়ে সুরক্ষিত করে রাখা হয়েছে ৷ ওই জায়গায় দু’টি অগ্নিনির্বাপক যন্ত্রও লাগানো আছে ৷” কেন্দ্রে বিজেপি সরকার বারবার অনলাইন লেনদেনের উপর জোর দিয়ে আসছে ৷ ২০১৬ সালের নভেম্বরে নোটবন্দির পরে অনেকেই অনলাইনে কেনাকাটা বা বিক্রিবাট্টা করতে শুরু করেন ৷ এবার ট্রেনের মধ্যে এটিএম পরিষেবার বন্দোবস্ত করছে রেল মন্ত্রক ৷