
ফের বাংলায় আসছেন অমিত শাহ
ফের রাজ্যে আসছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ । আগামী ১৫ ও ১৯ মার্চ রাজ্যে আসছেন তিনি । বিজেপি সূত্রে জানা গিয়েছে, রাজ্যে দু দিনই রাজনৈতিক জনসভা ও রোড-শো করবেন শাহ। এ বার বিধানসভা নির্বাচনে বিজেপির পাখির চোখ বাংলা ৷ প্রচারে ঝড় তুলে সারা বাংলা জুড়ে পদ্ম ফোটাতে কোনও কসুর বাকি রাখছে না গেরুয়া শিবির ৷ বিজেপির কেন্দ্রীয় নেতৃত্ব ঘনঘন বাংলা সফরে আসছেন ৷ সেই তালিকায় থাকছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি থেকে শুরু করে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ-ও ৷ মোদির ব্রিগেড জনসমাবেশের রেশ কাটতে না-কাটতেই ফের বাংলায় আসছেন অমিত শাহ ৷ অমিত শাহকে নির্বাচনী প্রচারে চেয়ে বিজেপির ৪০টি সাংগঠনিক জেলা থেকে রাজ্য নেতৃত্বের কাজে আবেদন জমা পড়েছে । কিন্তু কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের পক্ষে এতগুলি সভা করা কঠিন । তবে সূত্রের খবর, রাজ্যজুড়ে ৩০টিরও বেশি জনসভা করার টার্গেট নিয়েছেন অমিত শাহ স্বয়ং ।