আইকোর মামলায় মানস ভুঁইঞাকে তলব করল সিবিআই

ভোটের আবহে রাজ্য়ে তৎপরতা বেড়েছে কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থাগুলির ৷ গত কয়েকদিনে বেশ কয়েকবার সারদা কাণ্ডে তলব করা হয়েছে তৃণমূল নেতা কুণাল ঘোষকে ৷ আর এবার আইকোর চিটফান্ড মামলায় ডেকে পাঠানো হল তৃণমূলের রাজ্যসভার সদস্য মানস ভুঁইঞাকে ৷ সিবিআই সূত্রে খবর, আগামী সপ্তাহের মধ্যেই তাঁকে হাজিরা দিতে হবে সিজিও কমপ্লেক্সে কেন্দ্রীয় তদন্তকারীদের সামনে ৷ সিবিআইয়ের একটি সূত্রের দাবি, গোয়েন্দাদের হাতে এমন বহু নথিপত্র এসে পৌঁছেছে, যার ভিত্তিতে মানসকে জেরা করাটা দরকার হয়ে পড়েছে ৷ সিবিআই জানতে পেরেছে, আইকোরের কর্ণধারের সঙ্গে একাধিকবার বিভিন্ন অনুষ্ঠানমঞ্চে উপস্থিত থেকেছেন মানস ৷ সেইসব অনুষ্ঠানের ভিডিও ফুটেজও জোগাড় করেছেন গোয়েন্দারা ৷ এমনকি, দু’জনের মধ্য়ে দফায় দফায় বৈঠকও হয়েছে বলে দাবি করেছেন তাঁরা ৷ এদিকে, ভোট আসতেই রাজ্য়ে ফের একবার তৎপরতা বেড়েছে সিবিআই, ইডি-র মতো কেন্দ্রীয় তদন্তকারী সংস্থাগুলির ৷ শাসকদল তৃণমূল কংগ্রেসের অভিযোগ, নির্বাচনের মঞ্চে তাদের বেকায়দায় ফেলতেই এই সংস্থাগুলিকে ব্য়বহার করছে বিজেপি ৷ ইতিমধ্যেই সারদা কাণ্ডে বেশ কয়েকবার জেরা করা হয়েছে কুণাল ঘোষকে ৷ ইডি-র গোয়েন্দাদের মুখোমুখি হতে হয়েছে ইদানীংকালে তৃণমূল শিবিরের অন্যতম মুখ কুণালকে ৷ আর এবার দলের প্রবীণ নেতা মানস ভুঁইঞাকে নিয়ে ৷

error: Content is protected !!