কড়া নিরাপত্তার বলয়ে আজ ফের ব্যাঙ্কশাল কোর্টে তোলা হবে অর্পিতা মুখোপাধ্যায়কে

ইডি হেফাজতের মেয়াদ শেষ হওয়ায় আজ ফের ব্যাঙ্কশাল আদালতে পেশ করা হবে অর্পিতা মুখোপাধ্যায়কে ৷ সিজিও কমপ্লেক্স থেকে তাঁকে সরাসরি আদালতে নিয়ে আসা হবে। আদালতের ভারপ্রাপ্ত মুখ্য বিচারক নম্রত সিংয়ের নির্দেশে আজ ফের তাঁকে আদালতে পেশ করা হচ্ছে ৷ অর্পিতার আসার আগেই সকাল থেকে ব্যাঙ্কশাল আদালত চত্বরে কড়া পুলিশ নিরাপত্তার ব্যবস্থা করা হয়েছে ৷ নগর দায়রা আদালতের প্রবেশ পথের চারপাশ ব্যারিকেড দিয়ে ঘিরে ফেলা হয়েছে । সংবাদ মাধ্যমকেও ব্যারিকেডের বাইরে থেকেই ছবি-ভিডিয়ো তোলার নির্দেশে দেওয়া হয়েছে প্রশাসনের তরফে । এর আগে রবিবার আদালত চত্বরে অর্পিতাকে ঘিরে যে হুড়োহুড়ি পড়ে যায় সেটা আটকাতেই ব্যারিকেডের ব্যবস্থা। নির্দিষ্ট প্রয়োজন ছাড়া কাউকেই আদালতের আশপাশে থাকতে দেওয়া হচ্ছে না ৷ উৎসুক জনতাও যাতে অকারণে ভিড় না করে সেদিকেও নজর রাখছে প্রশাসন ৷ সুষ্ঠুভাবে অর্পিতাকে আদালতে পেশ করাই প্রশাসনের লক্ষ্য ৷

error: Content is protected !!