রবীন্দ্র সদন মেট্রো স্টেশনে আত্মহত্যার চেষ্টা বেশ কিছু ক্ষণ ব্যাহত পরিষেবা

রবীন্দ্র সদন মেট্রো স্টেশনে আত্মহত্যার চেষ্টা এক যুবতীর। আজ দুপুর ১টা ৪২ মিনিট নাগাদ রবীন্দ্র সদন মেট্রো স্টেশনের ডাউন লাইনে ঝাঁপ দেয় ওই তরুণী। মোটর ম্যানের তৎপরতায় দুর্ঘটনা এড়ানো সম্ভব হলেও তরুণীকে বার করে আনা হয় জখম অবস্থায়। স্টেশন থেকে এসএসকেএম নিয়ে যাওয়া হয় তাঁকে। পরিবারের সঙ্গে যোগাযোগ করে প্রাথমিক চিকিৎসার পর তাঁকে ছেড়ে দেওয়া হয়। তবে এই দুর্ঘটনার কারণে বেশ কিছুক্ষণের জন্য বিঘ্নিত হয় মেট্রো পরিষেবা। আংশিক ভাবে দক্ষিনেশ্বর থেকে সেট্রাল পর্যন্ত এবং মহানায়ক উত্তম কুমার থেকে কবি সুভাষ পর্যন্ত চলাচল করে মেট্রো। এরপর দুপুর ২ টো ১২ মিনিটে আবার স্বাভাবিক হয় মেট্রো। এই ঘটনায় ফের একবার মেট্রোর নিরাপত্তা নিয়ে প্রশ্ন উঠতে শুরু করেছে ৷ 

error: Content is protected !!