নন্দীগ্রামে মমতার বিপরীতে শুভেন্দু, প্রথম ২ দফার আংশিক প্রার্থী তালিকা প্রকাশ করল বিজেপি

চাপের মুখে পড়ে অবশেষে শনিবার রাতে প্রথম ২ দফার ভোটের ৫৭ আসনের আংশিক আসনের প্রার্থী তালিকা প্রকাশ করল বিজেপি। প্রথম দফায় প্রকাশিত তালিকায় বেশ কিছু চমক রয়েছে। জল্পনার অবসান ঘটিয়ে নন্দীগ্রামে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে প্রার্থী হয়েছেন শুভেন্দু অধিকারী। গতকাল শুক্রবারই রাজ্য বিধানসভার জন্য তৃণমূল কংগ্রেসর পূর্ণাঙ্গ প্রার্থী তালিকা প্রকাশিত হয়েছে। কালিঘাটে নিজের বাড়িতে দলের ২৯১ জন প্রার্থী নাম প্রকাশ করেন তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়। বাকি তিন আসন গোর্খা জনমুক্তি মোর্চাকে ছেড়ে দেওয়া হয়েছে। তৃণমূল কংগ্রেসের প্রার্থী তালিকা প্রকাশের ঘন্টা দুয়েক বাদে বামফ্রন্টের পক্ষ থেকেও প্রথম দু’দফার প্রার্থী তালিকা প্রকাশ করা হয়। আর তার পরেই প্রার্থী তালিকা প্রকাশ নিয়ে বিজেপির শীর্ষ নেতৃত্বের চাপ বাড়ায় রাজ্য নেতৃত্ব।

একনজরে দেখে নেওয়া যাক বিজেপির প্রার্থী তালিকার প্রধান মুখগুলি

নন্দীগ্রাম- শুভেন্দু অধিকারী

কাঁথি উত্তর- সুনীতা সিংহ

ভগবানপুর- শ্রী রবীন্দ্রনাথ মাইতি

খেজুরি- শ্রী শান্তনু প্রামাণিক

কাঁথি দক্ষিণ- স্বদেশরঞ্জন নায়ার

দাঁতন- শক্তিপদ নায়েক

পুরুলিয়া- সুদীপ মুখার্জী

মানবাজার- গৌরীসিং সর্দার

রঘুনাথপুর- বিবেকানন্দ বাউরি

জয়পুর- নরহরি মাহাতো

খড়গপুর- তপন ভুঁইয়া

গড়বেতা- মদন রুইদাস

গোসাবা- চিত্ত প্রামাণিক

কাকদ্বীপ- দীপঙ্কর জানা

পাশকুঁড়া- দেবব্রত পট্টনায়ক

ময়না- অশোক দিন্দা

মহিষাদল- বিশ্বনাথ বন্দ্যোপাধ্যায়

হলদিয়া- তাপসী মণ্ডল

নারায়ণগড়- রামপ্রসাদ গিরি

সবং- অমূল্য মাইতি

ডেবরা- ভারতী ঘোষ

দাসপুর- প্রসন্ন বেড়া

তালডাংরা- শ্যামলকুমার সরকার

মেদিনীপুর- সম্বিত দাস

একনজরে দেখে নিন প্রথম ও দ্বিতীয় দফায় কারা ভাগ্য পরীক্ষায় নামছেন –

বাঁকুড়া জেলা (প্রথম দফা)

শালতোড়া: চন্দনা বাউরি
ছাতনা: সত্যনারায়ণ মুখোপাধ্যায়
রানিবাঁধ: ক্ষুদিরাম টুডু
রাইপুর: সুধাংশু হাঁসদা

পূর্ব মেদিনীপুর জেলা (প্রথম দফা)

পটাশপুর- অম্বুজাক্ষ মহান্তি
কাঁথি উত্তর- সুনীতা সিং
ভগবানপুর- রবীন্দ্রনাথ মাইতি
খেজুরি- শান্তনু প্রামাণিক
কাঁথি দক্ষিণ- অরূপ কুমার দাস
এগরা- অরূপ দাস
রামনগর- স্বদেশ নায়ক

পশ্চিম মেদিনীপুর (প্রথম দফা)

দাঁতন- শক্তিপদ নায়েক
কেশিয়ারি- সোনালি মুর্মু
খড়্গপুর- তপন ভুইঞা
গড়বেতা- মদন রুই দাস
শালবনি- রাজীব কুণ্ডু
মেদিনীপুর- শমিত দাস

ঝাড়গ্রাম (প্রথম দফা)

নয়াগ্রাম- বকুল মুর্মু
গোপীবল্লভপুর- সঞ্জিত মাহাতো
ঝাড়গ্রাম- সুখময় সতপতি
বিনপুর- পালান সোরেন

পুরুলিয়া (প্রথম দফা)

বান্দোয়ান- পার্সি মুর্মু
বলরামপুর- বানেশ্বর মাহাতো
বাগমুণ্ডি- (আজসু)
জয়পুর- নরহরি মাহাতো
পুরুলিয়া- সুদীপ মুখোপাধ্যায়
মানবাজার- গৌরি সিং সর্দার
কাশীপুর-
পারা- নদিয়াচাঁদ বারুই
রঘুনাথপুর- বিবেকানন্দ বাউরি

বাঁকুড়া জেলা (দ্বিতীয় দফা)

তালড্যাংরা: শ্যামল কুমার সরকার
বাঁকুড়া: নীলাদ্রী শেখর ডানা
ওন্দা- অমর শখা
বিষ্ণুপুর- তন্ময় ঘোষ
কোতুলপুর- হাড়কলি পতিহার
ইন্দাস- নির্মল ধারা
সোনামুখী- দিবাকর ঘড়াই

পূর্ব মেদিনীপুর জেলা (দ্বিতীয় দফা)

তমলুক-হরেকৃষ্ণ বেরা
পাঁশকুড়া পূর্ব- দেবব্রত পট্টনায়েক
পাঁশকুড়া পশ্চিম- সিন্টু সেনাপতি
ময়না- অশোক দিন্ডা
নন্দকুমার- নীলাঞ্জন অধিকারী
মহিষাদল- বিশ্বনাথ ব্যানার্জি
হলদিয়া-তাপসী মণ্ডল
নন্দীগ্রাম- শুভেন্দু অধিকারী
চণ্ডীপুর- পুলককান্তি গুড়িয়া

পশ্চিম মেদিনীপুর (দ্বিতীয় দফা)

খড়্গপুর সদর- তপন ভুঁইয়া
নারায়ণগড়- রামপ্রসাদ গিরি
সবং- অমূল্য মাইতি
পিংলা- অন্তরা ভট্টাচার্য
ডেবরা-ভারতী ঘোষ
দাসপুর- প্রশান্ত বেরা
ঘাটাল- শীতল কাপাত
চন্দ্রকোনা- শিবরাম দাশ
কেশপুর- প্রিতিশ রঞ্জন কুয়ার

দক্ষিণ ২৪ পরগনা (দ্বিতীয় দফা)

গোসাবা- চিত্রা প্রামাণিক
পাথরপ্রতিমা-অসিত হালদার
কাকদ্বীপ- দিপঙ্কর জানা
সাগর-বিকাশ কামিলা

This image has an empty alt attribute; its file name is 1-1-760x1024.jpg
This image has an empty alt attribute; its file name is 2-769x1024.jpg
This image has an empty alt attribute; its file name is 3-1-754x1024.jpg
This image has an empty alt attribute; its file name is 4-1-772x1024.jpg
error: Content is protected !!