আজ ভারত বনধ, নয়া কৃষি আইন প্রত্যাহারের দাবিতে ২৪ নম্বর জাতীয় সড়কে বসে পড়লেন কৃষকরা

চারমাস হয়ে কেন্দ্রের নতুন তিন কৃষি আইনের বিরুদ্ধে আন্দোলন করে চলেছেন দেশের কৃষকদের একাংশ। সংক্রিয় আন্দোলনে যোগ দিয়েছেন পাঞ্জাব, হরিয়ানা-সহ উত্তরপ্রদেশের কৃষকরা। এই কৃষক আন্দোলনকে কেন্দ্র করে তীব্র আলোড়ন পড়েছে দেশজুড়ে। সাধারণতন্ত্র দিবসে লালকেল্লায় আন্দোলনরত কৃযকদের চলে আসাকে কেন্দ্র করে দেশের প্রশাসনিক নিরাপত্তা প্রশ্নের মুকে দাঁড়িয়ে পড়ে। সেই সময় এই জোটবদ্ধ কৃষক আন্দোলন দু’ভাগে বিভক্ত হওয়ার পর্যায়ে চলে এলেও হা ধরেন গাজিপুর সীমান্তের কৃষক আন্দোলনের নেতৃবৃন্দ। এই বৃহত্‍ আন্দোলনকে প্রতিহত করতে সরকারে ও পুলিশ প্রশাসন কিই না করেনি। তবে আন্দোলন চলেছে। দ্বিতীয় বারের জন্য আজ শুক্রবার ভারত বনধের (Bharat Bandh) ডাক দিয়েছেন কৃষক সংগঠনের নেতারা। উল্লেখ্য, দিল্লির সীমান্তে চার মাস ধরে মাটি কামড়ে পড়ে থাকলেও সমাধান সূত্র এখনও অধরা। তাই দাবি আদায়ে সরব আন্দোলনরত কৃষকরা। আর সে জন্যই ২৬ মার্চ দ্বিতীয় বারের জন্য বারত বনদের ডাক দিয়েছে কৃষক নেতৃত্ব। সারা দেশের মানুষ তাঁদের সঙ্গে এই আন্দোলনে যোগ দিতে অনুরোধ করেছে সংযুক্ত কৃষক মোর্চা। তবে পশ্চিমবঙ্গ, অসম, কেরালা, তামিলনাড়ু ও কেন্দ্রশাসিত অঞ্চল পুদুচেরিতে চলছে সাধারণ নির্বাচন। তাই এই জায়গাগুলিতে বনধ হচ্ছে না। এই রাজ্যগুলি ছাড়া বাকি রাজ্যগুলিতে কৃষকদের ডাকা ১২ ঘণ্টার বনধ শুরু হয়েছে সকাল ছটা থেকে চলবে সন্ধে ছটা পর্যন্ত। 

error: Content is protected !!