গত ২৪ ঘণ্টায় দেশে করোনায় আক্রান্ত ৫৯ হাজার ১১৮

গত ২৪ ঘণ্টায় সারা দেশে করোনা ভাইরাসে আক্রান্ত হলেন ৫৯ হাজার ১১৮ জন। একই সময়ে মৃত্যু হয়েছে ২৫৭ জনের। ২৪ ঘণ্টায় সুস্থ হয়ে ছাড়া পেয়েছেন ৩২ হাজার ৯৮৭ জন। দেশে মোট করোনা আক্রান্তের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ১ কোটি ১৮ লাখ ৪৬ হাজার ৬৫২ জন। তার মধ্যে বর্তমানে চিকিত্‍সা চলছে ৪ লাখ ২১ হাজার ৬৬ জন। মোট সুস্থ হয়েছেন ১ কোটি ১২ লাখ ৬৪ হাজার ৬৩৭ জন। করোনায় মৃত্যু হয়েছে ১ লাখ ৬০ হাজার ৯৪৯ জনের। স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রক জানিয়েছে, এখনও পর্যন্ত ৫ কোটি ৫৫ লাখ ৪ হাজার ৪৪০ জনকে করোনা ভ্যাকসিন দেওয়া হয়েছে। 

error: Content is protected !!