উত্তরাখন্ডের নতুন মুখ্যমন্ত্রী হিসেবে শপথ নিচ্ছেন তিরথ সিং রাওয়াত

উত্তরাখণ্ডের পরবর্তী নতুন মুখ্যমন্ত্রী হচ্ছেন বিজেপি সাংসদ তিরথ সিং রাওয়াত। একথা ঘোষণা করেন প্রাক্তন মুখ্যমন্ত্রী ত্রিবেন্দ্র সিং রাওয়াত। মঙ্গলবার উত্তরাখণ্ডের মুখ্যমন্ত্রী পদে ইস্তফা দেন ত্রিবেন্দ্র সিং রাওয়াত। তার ২৪ ঘণ্টার মধ্যেই নতুন মুখ্যমন্ত্রীর নাম ঘোষণা করলো দল। ২০১৩ থেকে ২০১৫ সাল পর্যন্ত উত্তরাখণ্ডে বিজেপি’র দায়িত্বে ছিলেন তিরথ। অতীতে সে রাজ্যের বিধায়কও হন তিনি। জানা যাচ্ছে, আজ বুধবারই মুখ্যমন্ত্রী পদে শপথ নিতে পারেন তিরথ সিং রাওয়াত। গতকাল মঙ্গলবার রাজ্যপালের সঙ্গে দেখা করে তাঁর হাতে পদত্যাপত্র জমা দেন ত্রিবেন্দ্র সিং রাওয়াত। ইস্তফা দেওয়ার পর সংবাদমাধ্যমকে রাওয়াত বলেন, ‘দল আমাকে রাজ্যের মানুষের সেবা করার জন্য সুযোগ দিয়েছিল। আমি কখনই ভাবিনি যে এই সুযোগ পাব। দল এখন অন্য কাউকে মুখ্যমন্ত্রী করার সিদ্ধান্ত নিয়েছে।’

error: Content is protected !!