পামেলা মাদককাণ্ডে গ্রেপ্তার আরও ২

গ্রেফতার ফারহান আহমেদ ও দইম আখতার নামে দুই মাদক পাচারকারী। পুলিশ সূত্রে খবর, ফারহানের থেকেই মাদক কিনে রাকেশ সিং কে সরবরাহ করত অমৃতা সিং। ফারহান আবার সেই মাদক আনত দইমের থেকে। ধৃত ফারানের থেকে ১০ গ্রাম কোপেনের পাউচ মিলেছে। প্রসঙ্গত গত কালই পামেলা কাণ্ডে গ্রেফতার করা হয় আরো একজনকে সোমবার রাতে প্রিয়াঙ্কা সিং ওরফে সুইটিকে সল্টলেক থেকে গ্রেফতার করে পুলিশ। সূত্রের খবর, পেশায় মডেল সুইটি নিয়মিত পাব-এ যেতেন। শহরের বেশ কিছু নাইট ক্লাবের ডিজে ও কর্মীদের সঙ্গে তাঁর পরিচয়ও ছিল। সেখানেই প্রিয়াঙ্কার সঙ্গে পরিচয় হয় ফারহানের। জেরায় প্রিয়াঙ্কা স্বীকার করে, প্রতি গ্রাম মাদক ৯৫০০ টাকায় কিনে রাকেশ সিং-কে দিতেন তিনি। তবে হই বিপুল পরিমাণ মাদক নিয়ে রাকেশ সিং কি করত তা এখনও জানা যায়নি। লালবাজার সূত্রে খবর, বিজেপি নেত্রী পামেলার গ্রেফতারির কয়েকদিন আগে সন্দীপ আগারওয়াল নামে এক ব্যক্তির থেকে মেইল পান কলকাতা পুলিশের এক শীর্ষকর্তা। সূত্রের খবর, ওই মেইল প্রেরক সন্দীপ, সুইটির স্বামী। কিন্তু সম্প্রতি রাকেশ সিং-কে কেন্দ্র করে তাদের মধ্যে সম্পর্কের অবনতি ঘটে। মেইলে তিনি লেখেন, এক মহিলাকে কোকেন পাচারের মিথ্যা তথ্য দিয়ে ফাঁসানোর চক্রান্ত চালাচ্ছেন বিজেপি নেতা রাকেশ সিং। আর তারপরেই গ্রেফতার হন পামেলা গোস্বামী। তবে কি সত্যি সত্যি পরিকল্পনা করেই ফাঁসানো হয়েছে তাঁকে? উঠছে প্রশ্ন।

error: Content is protected !!