বিজেপি কর্মীর মা-কে পিটিয়ে খুনের অভিযোগ, আটক ২

 তৃতীয় দফা ভোটগ্রহণ শুরুর আগেই উত্তেজনা। বিজেপি কর্মীর মা’কে খুনের অভিযোগ উঠল তৃণমূলের বিরুদ্ধে। এই ঘটনাকে ঘিরে মঙ্গলবার সকালে হুগলির গোঘাটে উত্তেজনা ছড়ায়। যদিও অভিযোগ অস্বীকার করেছেন তৃণমূলের স্থানীয় নেতারা। ঘটনায় দুজনকে আটক করা হয়েছে। স্থানীয় সূত্রে জানা গিয়েছে, নিহত মহিলার নাম মাধবী আদক। অভিযোগ, তৃণমূল আশ্রিত দুষ্কৃতীরা তাঁর ছেলে বীরুর আদকের ওপর হামলা চালায়। সেইসময় ছেলেকে বাঁচাতে গিয়ে লাঠি ও বাঁশ দিয়ে মাধবীদেবীকে আঘাত করে দুষ্কৃতীরা। দুষ্কৃতীরা তাঁকে ব্যাপক মারধর করে বলে অভিযোগ। বিজেপির দাবি, মারধরেই মাধবীদেবীর মৃত্যু হয়েছে। যদিও অভিযোগ অস্বীকার করেছে ঘাসফুল শিবির।

error: Content is protected !!