শিশুদের ওপর ‘প্রভাব’, ‘বম্বে বেগমস’ ওয়েব সিরিজের স্ট্রিমিং বন্ধের নির্দেশ

মুক্তির চার দিন পরেই বিতর্কে জড়াল ওয়েব সিরিজ ‘বম্বে বেগমস’। নারীদিবসেই নেটফ্লিক্সে মুক্তি পেয়েছে অলংকৃতা শ্রীবাস্তব পরিচালিত এই সিরিজ। অলংকৃতা শ্রীবাস্তবের ৬ পর্বের ওয়েবসিরিজ বম্বে বেগমসের স্ট্রিমিংয়ের ওপর নিষেধাজ্ঞা জারি হল। জাতীয় শিশু সুরক্ষা কমিশনের তরফে, ছবিতে শিশুদের জন্য অনুপযুক্ত দৃশ্য ব্যবহারের অভিযোগে ওয়েব সিরিজের স্ট্রিমিং বন্ধের নির্দেশ জারি হয়েছে। জাতীয় শিশু অধিকার সংরক্ষণ কমিশন বৃহস্পতিবার সংশ্লিষ্ট ওটিটি প্ল্যাটফর্মকে নোটিশ দিয়ে ২৪ ঘণ্টার মধ্যে নির্দেশ কার্যকর করতে বলেছে। বম্বে বেগমস-এ সমাজের বিভিন্ন স্তরের মহিলাদের গল্প পর্দায় তুলে ধরেন পাঁচ তারকা- পূজা ভাট, সাহানা গোস্বামী, আমরুতা সুভাষ, প্লবিতা বোরঠাকুর এবং আধ্যা আনন্দ। জানা গিয়েছে, সিরিজে শিশুদের নিয়ে ‘অনুচিত’ দৃশ্য উপস্থাপন করায় কমিশন মনে করছে, এধরণের বিষয় শুধু তরুণদের মনে প্রভাব ফেলবে না বরং শিশুদের অত্যাচার এবং শোষণের কারণ হতে পারে। কমিশন জানিয়েছে, ওটিটি প্ল্যাটফর্মকে শিশুদের জন্য যে কোনও বিষয় স্ট্রিম করার সময় অতিরিক্ত সতর্কতা অবলম্বন করতে হবে। বিষয়টি খতিয়ে দেখে তৎক্ষণাৎ এই সিরিজের স্ট্রিমিং বন্ধ করে ২৪ ঘণ্টার মধ্যে বিস্তারিত জানিয়ে প্রতিবেদন দাখিল করার নির্দেশ দেওয়া হয়েছে। প্রতিবেদন দাখিল করতে ব্যর্থ হলে কমিশন ২০০৫ সালের শিশু অধিকার সংরক্ষণ কমিশনের ১৪ নম্বর ধারা অনুযায়ী আইনানুগ ব্যবস্থা গ্রহণ করতে বাধ্য হবে বলেও জানানো হয়েছে।

error: Content is protected !!