নন্দীগ্রাম কান্ডে উচ্চ পর্যায়ের তদন্ত দাবি তৃণমূলের
নয়াদিল্লিঃ নন্দীগ্রামে মমতা বন্দ্যোপাধ্যায়ের উপর হামলার ব্যাপারে উচ্চ পর্যায়ের তদন্ত দাবি করল তৃণমূল। আজ দিল্লিতে নির্বাচন কমিশনের সদর দপ্তরে সৌগত রায়ের নেতৃত্বে ৬ জন তৃণমূল সাংসদের একটি প্রতিনিধি দল লিখিতভাবে অভিযোগ জানায়। এই ছয় জন সংসদ সদস্য হলেন, ডেরেক ও ব্রায়েন, সৌগত রায়, কাকলি ঘোষ দস্তিদার, শতাব্দী রায়, প্রতিমা মন্ডল ও ডাঃ শান্তনু সেন। নির্বাচন দপ্তর থেকে বেরিয়ে সৌগত রায় সংবাদমাধ্যমকে জানিয়েছেন, ঘটনার সময় সেখানে কোনও পুলিস ছিল না। মমতার জীবনহানির জন্য পরিকল্পিতভাবে একটি গভীর চক্রান্ত করা হয়েছে।