এবার পার্থ চট্টোপাধ্যায়কে নোটিস দিয়ে তলব করল সিবিআই

এবার শিক্ষা মন্ত্রী তথা তৃণমূল মহাসচিব পার্থ চট্টোপাধ্যায়কে নোটিস ধরাল সিবিআই। আইকোর মামলায় জিজ্ঞাসাবাদের জন্যই এই নোটিস বলে কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থা সূত্রে খবর। আগামী সপ্তাহে পার্থবাবুকে হাজিরার নির্দেশ দেওয়া হয়েছে। চলতি সপ্তাহেই আইকোর মামলায় সিবিআই সবং-য়ের তৃণমূল প্রার্থী মানস ভুঁইয়াকে নোটিস দিয়ে তলব করেছে। ১৫ই মার্চের মধ্যে তাঁকে হাজিরার কথা জানানো হয়েছে। এর আগেও একবার আইকোর চিটফান্ডকাণ্ডের তদন্তে পার্থবাবুকে জিজ্ঞাসাবাদ করেছে সিবিআই৷ আইকোরের একটি অনুষ্ঠানে পার্থবাবুকে দেখা গিয়েছিল বলে সিবিআই গোয়েন্দাদের দাবি৷ আইকোর মামলার তদন্তে একটি অ্যাকাউন্টের খোঁজ মিলেছে বলে সূত্রের খবর। সেই সূত্রেই পার্থ চট্টোপাধ্যায়কে জিজ্ঞাসাবাদের জন্য তলব বলে সিবিআই সূত্রে খবর।

error: Content is protected !!