করোনায় আক্রান্ত হলেন অভিনেতা মনোজ বাজপেয়ী

করোনায় আক্রান্ত হলেন অভিনেতা মনোজ বাজপেয়ী। টেস্টের রিপোর্ট পজিটিভ আসার পরই তিনি হোম কোয়ারেন্টাইনে রয়েছেন। তাঁর সঙ্গে গত কয়েক দিন কাজের সূত্রে যাঁদের দেখা হয়েছে, প্রত্যেককে সতর্ক হওয়ার বার্তা দিয়েছেন অভিনেতা। মনোজের টিমের পক্ষ থেকে একটি লিখিত বিবৃতিতে জানানো হয়, মনোজ গত কয়েকদিন ধরে ‘ডেসপ্যাচ’ ছবির শুটিং করছিলেন। তিনি করোনায় আক্রান্ত হওয়ার পর ছবির শুটিং সাময়িক ভাবে বন্ধ রাখা হয়েছে। সূত্রের খবর, এই ছবি পরিচালনার দায়িত্বে রয়েছেন ‘তিতলি’ খ্যাত কানু বেহেল এবং প্রযোজনা করছেন রনি স্ক্রিউওয়ালা। মনোজের সংস্পর্শে আসা সব কলাকুশলীদের প্রযোজনা সংস্থার তরফে সতর্ক হওয়ার বার্তা দেওয়া হয়েছে। তবে মনোজ আপাতত সুস্থ রয়েছেন।

error: Content is protected !!