তিরুপতি বিমানবন্দরে আটক চন্দ্রবাবু

চন্দ্রবাবু নাইডুকে আটক করা হল। অন্ধ্রপ্রদেশের প্রাক্তন মুখ্যমন্ত্রী তথা তেলুগু দেশমের সুপ্রিমোকে আজ, সোমবার  চিত্তুর জেলায় নির্বাচনী কর্মসূচিতে যাচ্ছিলেন বলে জানা যাচ্ছে। সেই সময়েই তিরুপতি বিমানবন্দরে তাঁকে আটক করল রেনিগুণ্টা পুলিস। কিন্তু ঠিক কী অভিযোগ রয়েছে তাঁর বিরুদ্ধে তা এখনও জানা যায়নি। যদিও পুলিসের দাবি, নির্বাচনী কোনও বিধিভঙ্গের অভিযোগ রয়েছে তাঁর বিরুদ্ধে। এই ঘটনার প্রতিবাদে চন্দ্রবাবু নাইডু বিমানবন্দরের মেঝেতেই বসে  পড়েন। তবে পুলিসের বারংবার অনুরোধে মিনিট ৪৫ পর তিনি ফিরে যান।

error: Content is protected !!