দিল্লির এইমসে করোনা টিকার প্রথম ডোজ নিলেন প্রধানমন্ত্রী, ডাক দিলেন করোনা মুক্ত ভারত গড়ার

আজ থেকেই পঞ্চাষোর্ধ্ব ব্যক্তিদের করোনা ভাইরাসের টিকাকরণ শুরু হয়েছে। এদিন দিল্লির এইমসে সকালে কোভিড ভ্যাকসিনের প্রথম ডোজ নিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। সিস্টার পি নিভেদা সোমবার মোদীকে ভারত বায়োটেকের প্রুস্তুত করা কোভ্যাক্সিন টিকার প্রথম ডোজ দেন প্রধানমন্ত্রীকে। এদিন টুইটে মোদী লেখেন, ‘এইমসে আমি কোভিড টিকার প্রথম ডোজটি নিলাম। চিকিত্‍সক এবং বিজ্ঞানীরা অল্প সময়ের মধ্যে করোনা ভাইরাসের বিরুদ্ধে লড়াইকে যেভাবে শক্তিশালী করেছেন তা উল্লেখযোগ্য। যারা কোভিড টিকা নেওয়ার জন্য নিজেদের মনোনীত করেছেন তাঁদের সকলকে আমি টিকা নেওয়ার জন্য আহ্বান জানাচ্ছি। আসুন আমরা ভারতকে কোভিড-মুক্ত করে তুলি।’

error: Content is protected !!