ত্রিপুরা বিধানসভা উপনির্বাচনে জয়ী হলেন বিজেপি প্রার্থী তথা রাজ্যে নয়া মুখ্যমন্ত্রী মানিক সাহা

ত্রিপুরা বিধানসভা উপনির্বাচনে বড় স্বস্তি গেরুয়া শিবিরের ৷ টাউন বড়দোয়ালি আসনে জয়ী হলেন বিজেপি প্রার্থী তথা রাজ্যের নয়া মুখ্যমন্ত্রী মানিক সাহা ৷ তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বী কংগ্রেসের আশিসকুমার সাহার সঙ্গে মানিকের প্রাপ্ত ভোটের ব্যবধান প্রায় ৬ হাজার ৷ মানিক পেয়েছেন ১৬ হাজার ৮৭০টি ভোট ৷ অন্যদিকে, আশিসের ঝুলিতে পড়েছে ১০ হাজার ৯৩০টি ভোট ৷ ত্রিপুরায় উপনির্বাচনে সুবিধা করতে পারল না তৃণমূল। দ্বিতীয় স্থানে থাকা তো দূরে, চার কেন্দ্রেই নামমাত্র ভোট পেয়েই সন্তুষ্ট থাকতে হল বাংলার শাসক দলকে। জামানতও বাঁচাতে পারেননি দলীয় প্রার্থীরা। ত্রিপুরায় বিরোধী শিবিরের শিবরাত্রির প্রদীপ বলতে কংগ্রেসের সুদীপ রায় বর্মণ। বাংলার মতোই ত্রিপুরায় উপনির্বাচনের ফলেও বাম-শূন্যই থাকল।  তৃতীয়স্থানেও উঠে আসতে পারেনি তৃণমূল। তৃণমূলের ভোটের হারও নগণ্য। মাত্র ২.৮৫ শতাংশ। সেখানে বিরোধী কংগ্রেস ও সিপিএমের ভোটের হার যথাক্রমে ২০.১০% এবং ১৯.৭৫%। 

error: Content is protected !!
10:05