নিমতিতা কাণ্ডে সিআইডির জালে এক বাংলাদেশি

নিমতিতা স্টেশনে বিস্ফোরণের ঘটনায় এক বাংলাদেশি যুবককে গ্রেফতার করল সিআইডি। ধৃতের নাম শেখ নাসিম । সে বাংলাদেশের বাসিন্দা বলে সিআইডি সূত্রে খবর । জাকির হোসেনের উপর বিস্ফোরণের ঘটনায় বাংলাদেশি জঙ্গি যোগ রয়েছে কিনা খতিয়ে দেখতে তাকে জিজ্ঞাসাবাদ করবেন গোয়েন্দারা। সূত্রে খবর, বিস্ফোরণের কিছুদিন আগে থেকে নিমতিতা স্টেশনে উদ্দেশ্যহীনভাবে ঘুরে বেড়াতে দেখা গিয়েছিল শেখ নাসিমকে। আদতে বাড়ি বাংলাদেশে হলেও সে বসবাস করত ফরাক্কায় । তাকে প্রাথমিকভাবে জিজ্ঞাসাবাদ করে গোয়েন্দারা জানতে পেরেছেন, নিমতিতা প্ল্যাটফর্মে জল সরবরাহকারী ও হকারির কাজ করত নাসিম । তাহলে কি দিনের-পর-দিন প্ল্যাটফর্মে পড়ে থেকে রেকি করেছিল সে? প্রশ্ন গোয়েন্দাদের । পাশাপাশি কোথায় বোমা রাখা যায় তার সন্ধান করেছিল? বিস্ফোরণের ব্লুপ্রিন্ট তৈরি করেছিল? উঠে আসছে একাধিক প্রশ্ন । তাকে জেরা করে এই নাশকতার পিছনে কোনও জঙ্গিযোগ রয়েছে কি না তা খতিয়ে দেখছেন গোয়েন্দারা। তবে নাসিম একা এই বিস্ফোরণ ঘটিয়েছে কি না, তা নিয়ে ধন্দ রয়েছে। এর পিছনে কোনও জঙ্গি সংগঠনও থাকতে পারে বলে অনুমান। যদি সে একাও বিস্ফোরণ ঘটিয়ে থাকে, ক্ষেত্রে স্থানীয়রা এবং রেল পুলিশের নজর এড়িয়ে প্ল্যাটফর্মের উপর সে বোমাভর্তি ব্যাগ কী ভাবে রাখল, তা নিয়ে প্রশ্ন উঠছে। নাসিমকে জেরা সংক্রান্ত তথ্য নিয়ে আজই সাংবাদিক বৈঠক করতে পারেন সিআইডির গোয়েন্দারা।

প্রসঙ্গত, গত ১৭ ফেব্রুয়ারি রাতে কলকাতা যাওয়ার জন্য নিমতিতা স্টেশনে অনুগামীদের সঙ্গে ট্রেন ধরতে যাচ্ছিলেন রাজ্যের শ্রমপ্রতিমন্ত্রী জাকির হোসেন। সেই সময় ২ নম্বর প্ল্যাটফর্মে রাখা কালো ব্যাগে রাখা বোমা ফেটে যায়। তীব্র বিস্ফোরণে কেঁপে ওঠে স্টেশন চত্বর। বিস্ফোরণের তীব্রতায় গুরুতর জখম হন মন্ত্রী এবং তাঁর ২০ জন অনুগামী। 

error: Content is protected !!