দিল্লিতে প্রবেশ করতে করোনা রিপোর্ট বাধ্যতামূলক

এই নয়া নিয়ম ২৬ ফেব্রুয়ারি থেকে ১৫ মার্চ ২০২১ পর্যন্ত বলবৎ থাকবে

দিল্লিতে ফের মাথা চাড়া দিচ্ছে করোনা। আর তার জেরেই নতুন করে  সতর্কতামূলক ব্যবস্থা নিয়েছে নয়াদিল্লি। পাঁচ রাজ্য থেকে রাজধানীতে প্রবেশ করতে গেলেও এবার করোনা পরীক্ষার রিপোর্ট দেখানো বাধ্যতামূলক করা হচ্ছে। এই রাজ্যগুলি হল, মহারাষ্ট্র, কেরল, ছত্তিশগড়, মধ্যপ্রদেশ ও পাঞ্জাব। আজই এই মর্মে বিজ্ঞপ্তি জারি করতে চলেছে কেন্দ্র বলে জানা যাচ্ছে। সূত্রের খবর অনুযায়ী, এইসব রাজ্য থেকে বাস-ট্রেন বা ফ্লাইটে রাজধানীতে ঢুকতে গেলে লাগবে করোনা পরীক্ষার নেগেটিভ রিপোর্ট। আগামী শুক্রবার ২৬ ফেব্রুয়ারি থেকে ১৫ মার্চ ২০২১ পর্যন্ত বলবৎ থাকবে এই নয়া নিয়ম।

প্রতীকী ছবি।

error: Content is protected !!