তৃণমূল সমর্থক দম্পতিকে ব্লেড মারার অভিযোগ

আজ সকালে তৃণমূলের সমর্থক এক দম্পতিকে ভোট দিতে যাওয়ার সময় বাধা দেওয়ার অভিযোগ উঠেছে। অভিযোগ ধারালো অস্ত্র দিয়ে তাঁদের আঘাতও করা হয়। আহত অবস্থায় তাঁদের স্থানীয় হাসপাতালেও ভর্তি করা হয়। হামলার অভিযোগ কংগ্রেসের দিকে। দম্পতির অভিযোগ আগে তাঁরা কংগ্রেস করতেন, বর্তমানে তৃণমূলে যোগ দেওয়ায় কংগ্রেসের লোকজন তাঁদের উপর হামলা করেছে। আহত দম্পতিকে নিয়ে যাওয়া হয়েছে চাঁচল সুপার স্পেশালিটি হাসপাতালে৷ ঘটনাটি ঘটেছে চাঁচল কেন্দ্রের অলিহন্ডা গ্রাম পঞ্চায়েতের দেবীগঞ্জ গ্রামের ১৪৩ নম্বর বুথে । আরও অভিযোগ, ওই বুথে কংগ্রেস কর্মীরা পিস্তল দেখিয়ে ভোটারদের ভয় দেখাচ্ছে । এ নিয়ে কমিশনে অভিযোগ দায়ের করা হচ্ছে ।

error: Content is protected !!