প্রয়াত বর্ষীয়ান অভিনেতা দেবরাজ রায়

চলে গেলেন দেবরাজ রায়। জানা গিয়েছে সল্টলেকের আইএলএস হাসপাতালে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন এদিন। দীর্ঘদিন ধরেই দেবরাজ রায় কিডনির সমস্যায় ভুগছিলেন। আপাতত হাসপাতালেই রয়েছে তাঁর মরদেহ। সেখান থেকেই আগামীকাল, শুক্রবার ১৮ অক্টোবর প্রথমে তাঁর সল্টলেকের বাসভবন নিয়ে যাওয়া হবে তাঁর দেহ, তারপর সেখান থেকে শেষকৃত্যের জন্য শেষ বিদায় জানানো হবে অভিনেতাকে। বাংলা বিনোদন জগতের অন্যতম খ্যাতনামা অভিনেতা ছিলেন তিনি। কাজ করেছেন সত্যজিৎ রায় থেকে শুরু করে তরুণ মজুমদার, মৃণাল সেন, প্রমুখের সঙ্গে। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৬৯ বছর। পুজো মিটতে না মিটতেই বর্ষীয়ান অভিনেত্রী অনুরাধা রায়ের পরিবারে নামল শোকের ছায়া। স্বামীহারা হলেন অভিনেত্রী। আগামীকাল দেবরাজ রায়ের শেষকৃত্য হবে বলেই জানা গিয়েছে।