গত ২৪ ঘন্টায় দেশে করোনায় আক্রান্ত ৩ হাজার ৩২৪
গত ২৪ ঘন্টায় দেশে করোনার দৈনিক সংক্রমণ ও মৃত্যুর হার আগের দিনের তুলনায় নিম্নমুখী। একদিনে নতুন করে সংক্রমিত হয়েছেন ৩ হাজার ৩২৪ জন। এ নিয়ে টানা চারদিন দৈনিক সংক্রমণ তিন হাজারের গণ্ডি ছাড়াল। মৃত্যুর কোলে ঢলে পড়েছে ৪০ জন। অ্যাকটিভ কেসের সংখ্যা ১৯ হাজারের গণ্ডি ছাড়িয়েছে। উল্লেখ্য, শনিবার দেশে একদিনে সংক্রমিত হয়েছিলেন তিন হাজার ৬৮৮ জন ও প্রাণঘাতী ভাইরাসে প্রাণ হারিয়েছিলেন ৫০ জন।