দ্বিতীয়বার ভুমিকম্পে কেঁপে উঠল উত্তরবঙ্গের একাধিক জেলা
ফের ভূমিকম্প শিলিগুড়ি সহ উত্তরবঙ্গের বিস্তীর্ণ এলাকায়। সোমবার রাতের পর মঙ্গলবার সকাল ৭ টা ৭ মিনিটে হালকা কম্পন অনুভূত হয়। রিখটার স্কেলে এর মাত্রা ছিল ৪.১। ভূমিকম্পের কেন্দ্র ছিল জলপাইগুড়ি শহর থেকে ১৫ কিলোমিটার দূরে। গভীরতা ছিল ১০ কিলোমিটার। যদিও এতে কোনও ক্ষয়ক্ষতির খবর মেলেনি। সাধারণ ভাবে বড় ভূমিকম্পের পর আফটার শক হওয়ার সম্ভাবনা থাকে। এদিন সকালের এই কম্পনকে আফটার শক বলেই মনে করা হচ্ছে। খুব সকালের দিকে হওয়ায় অনেকেই কিছু বুঝে ওঠার আগেই কম্পন থেমে যায়।