
করোনা চিকিত্সার জন্য বেসরকারি হাসপাতালগুলিকে অধিগ্রহণ করল রাজ্য সরকার
বিভিন্ন হাসপাতাল ছাড়াও কলকাতার পিয়ারলেস, আরএন টেগোর, মেডিকা, ফর্টিস, বেলভিউ-এর মতো প্রথম সারির হাসপাতালগুলিকে অধিগ্রহণ করা হয়েছে
করোনা পরিস্থিতিতে রাজ্যের বেসরকারি হাসপাতালগুলির বেড অধিগ্রহণ করল রাজ্য স্বাস্থ্য দফতর। মোট ১,৩৬৭ টি বেড কোভিড চিকিত্সার জন্য নিয়ে নিল রাজ্য সরকার। এমনই এক নির্দেশিকা জারি করা হয়েছে রাজ্য স্বাস্থ্য দফতরের পক্ষ থেকে। রাজ্যের মোট ২৪ টি হাসপাতালের বেড এদিন নিয়ে নেওয়ার কথা বলা হয়েছে। সংশ্লিষ্ট হাসপাতালের সুপারদের নির্দেশ দেওয়া হয়েছে, স্বাস্থ্য ভবন বা ওই জেলা স্বাস্থ্য দফতরের সুপারিশ অনুযায়ী সেই হাসপাতালে রোগীদের ভর্তি করতে হবে। তবে এ ও জানিয়ে দেওয়া হয়েছে, যে সমস্ত রোগীকে সুপারিশ ছাড়া ভর্তি করা হবে তাদেরকে বেসরকারি বলে গণ্য করা হবে।গত কয়েকদিন আগেই রাজ্যের তরফে নির্দেশ দেওয়া হয়, সমস্ত বেসরকারি হাসপাতালে মোট বেডের ৬০ শতাংশ কোভিড চিকিত্সার জন্য বরাদ্দ করতে হবে। এরপর আজ ফের এই সিদ্ধান্ত। মোট অধিগ্রহণে কোন কোন হাসপাতালে বেড নেওয়া হয়েছে তার একটি তালিকাও দেওয়া হয়েছে স্বাস্থ্য ভবনের তরফে। স্বাস্থ্য কমিশনের তরফে নির্দেশিকায় বলা হয়, করোনার সংক্রমণ যেভাবে বাড়ছে তাতে বেডের সংখ্যা না বাড়ালে প্রচুর মানুষ বিনা চিকিত্সাতেই মারা যাবে। সেই জন্য আবশ্যিকভাবে কোভিড চিকিত্সার জন্য বেড রাখতে হবে। জেলার বিভিন্ন হাসপাতাল ছাড়াও কলকাতার পিয়ারলেস, আরএন টেগোর, মেডিকা, ফর্টিস, বেলভিউ-এর মতো প্রথম সারির হাসপাতালগুলিকে অধিগ্রহণ করা হয়েছে রাজ্যের তরফে।