দেশের ১৫০ জেলায় হতে পারে সম্পূর্ণ লকডাউন

করোনা ভাইরাসের শৃঙ্খল ভাঙার জন্য ফের একাধিক রাজ্য আংশিক লকডাউনের পথে হেঁটেছে। তার মধ্যে দিল্লি, মহারাষ্ট্র রয়েছে। কিন্তু কেন্দ্র সরকার বলছে, দেশের যেসব জেলায় পজিটিভিটির হার ১৫ শতাংশের বেশি সেখানে সম্পূর্ণ লকডাউন ঘোষণা করা হতে পারে। ওই তালিকায় রয়েছে ১৫০ জেলা। এমনটাই দাবি একটি সর্বভারতীয় সংবাদমাধ্যমের। গতকাল একটি উচ্চপর্যায়ের বৈঠকে বসে কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রক। সেখানেই ঠিক হয়েছে, এনিয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হবে রাজ্য সরকারগুলির সঙ্গে আলোচনা করেই। বিধিনিষেধ কিছুটা শিথিল করা হলেও লকডাউন খুবই জরুরি বলে মনে করছেন বিশেষজ্ঞরা। রবিবারই রাজ্য সরকারগুলিকে কেন্দ্র পরামর্শ দিয়েছিল যেসব এলাকায় করোনা সংক্রমণ বেশি সেখানে কনটেনমেন্ট জোন ও লকডাউন বিধি কড়াভাবে চালু করা যেতে পারে। সেক্ষেত্রে দেখতে হবে ওই এলাকায় পজিটিভিটি রেট ১০ শতাংশের বেশি কিনা কিংবা এলাকায় আইসিইউ বেড়ে ৬০ শতাংশ রোগী থাকলে সেখানে লকডাউন বিধি ঘোষণা করা যেতে পারে।

error: Content is protected !!