নজরবন্দি থেকেও উধাও, আড়াই ঘণ্টা পর খোঁজ মিলল অনুব্রত মণ্ডলের, তারাপীঠে দিলেন পুজো

নির্বাচন কমিশন মঙ্গলবার নজরবন্দি করতেই তাঁর প্রাথমিক প্রতিক্রিয়া ছিল, ‘‌এভাবেই খেলা হবে’‌। তারপর তিনি বলেন, ‘‌চারজনে মিলে ঘরের ভিতরে কি খেলা হয় না?‌’‌ এবার এই অবস্থাতেই তিনি খেলে দিলেন। বীরভূম জেলাকে চেনেন নিজের হাতের তালুর মতো। সে সাংগঠনিক দিকই হোক বা জেলার ভৌগলিক মানচিত্র। তাই নজরবন্দী থেকেও বুধবার দুপুরে নির্বাচন কমিশনের নজরদারিতে টিমের চোখকে কার্যত ধুলো দিয়ে উধাও হয়ে যান তিনি। যে নজরদারির টিমকে ২৪ ঘণ্টা তার ওপরে নজরদারি করবার নির্দেশ দিয়েছে নির্বাচন কমিশন, সেই নির্বাচন কমিশনের নজরদারি টিম কে যখন সামান্যতম সূত্র পেলেও সেই জায়গায় ছুটে যাচ্ছেন তাঁর হদিশ পেতে তিনি তার পরিকল্পনামতো জেলা চষে বেড়াচ্ছেন। তার মাঝেই তারাপীঠে গিয়ে মা তারাকে পুজো দিলেন তিনি। বেশ কিছুক্ষন মন্দিরে থেকে নিজের হাতেই মা তারাকে পুজো দেন তিনি। তারপর বেরিয়ে পড়েন আবার “অজানা উদ্দেশ্যে”। প্রসঙ্গত উল্লেখ করা যেতে পারে আজ সকাল ১১: টা ৪০ মিনিট নাগাদ নিজের বাড়ি থেকে বের হন বীরভূম জেলা তৃণমূল কংগ্রেস সভাপতি অনুব্রত মণ্ডল। তার নিজস্ব নিরাপত্তা রক্ষী ছাড়াও সেই সময় সেই সময় নির্বাচন কমিশনের নজরদারি টিমও ছিল। বাড়ি থেকে যখন বের হচ্ছে নির্বাচন কমিশনের গাড়ি তখন তাঁর পিছনে। সেই গাড়ির সামনে থেকেই হঠাৎ উধাও হয়ে যায় অনুব্রত মণ্ডলের গাড়ি। গোটা জেলা জুড়ে শুরু হয় খোঁজ খোঁজ রব।

error: Content is protected !!