নাইজেরিয়ায় বন্দুকবাজদের হামলা, মৃত ১৬, আহত ৯
নাইজেরিয়ার উত্তর-পশ্চিমাঞ্চলে নাইজার সীমান্তবর্তী একটি গ্রামে বন্দুকবাজদের হামলায় ১৬ জন নিহত এবং আহত হয়েছে ৯ জন। শুক্রবার স্থানীয় এক কর্মকর্তা ও এক বাসিন্দা একথা জানিয়েছেন। জানা যায়, সোকোতো রাজ্যের তরা গ্রামে ভোরের দিকে হামলা চালায় বন্দুকধারীরা। স্থানীয় বাসিন্দা লয়ালি উমেহ বলেন, ‘বন্দুকধারীরা মটরসাইকেলে করে এসে এ গ্রামে বেপরোয়া হামলা চালায়।’