হূমায়ন বনাম ভারতী, ২ প্রাক্তন আইপিএসের ভোটের লড়াইয়ে সরগরম ডেবরা

একদিকে যেমন নন্দীগ্রামে তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায় বনাম বিজেপি নেতা শুভেন্দু অধিকারী। তেমনই পশ্চিম মেদিনীপুরেই আরও এক হাইভোল্টেজ আসন হল ডেবরা। যেখানে সম্মুখ সমরে রাজ্যের দুই প্রাক্তন আইপিএস অফিসার। তৃণমূল কংগ্রেসের হয়ে ডেবরাতে প্রার্থী হয়েছেন হুমায়ন কবীর ও বিজেপির সদ্য প্রকাশিত তালিকায় নাম ওই আসনে নাম রয়েছে ভারতী ঘোষের। রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ঘনিষ্ঠ প্রাক্তন আইপিএস অফিসার ভারতী ঘোষ ছিলেন জঙ্গলমহলের দায়িত্ববান অফিসার। পরবর্তীতে তাঁর নামে একাধিক অভিযোগ ওঠায় জঙ্গলমহল থেকে সরানো হয় আর তাতে রাজ্যের শাসকদলের সঙ্গে দূরত্ব বাড়ে ভারতীর। তার পরে রাজ্য সরকারের সঙ্গে আইনি লড়াই, খবরের শিরোনামে চলে আসে শাসক ও ভারতী ঘোষের লড়াই। ২০১৯-লোকসভা নির্বাচনের আগে আইপিএস-এর উর্দি খুলে বিজেপির জার্সি পরে লোকসভা নির্বাচনে ঘাটাল থেকে ভোটে লড়েন ভারতী। সেখানে তৃণমূলের তারকা প্রার্থী পূর্ব সাংসদ দেবের কাছে হেরে ভূত হন ভারতী। এবার বিধানসভা নির্বাচনে ডেবরা থেকে এলাকার ছেলে হুমায়ন কবীরের বিরুদ্ধে ভোটে দাঁড়িয়েছেন ভারতী। আজ সন্ধ্যেতেই ভারতীর নাম ঘোষণা করা হয়েছে বিজেপির তরফে। কিছুদিন আগেই চন্দনগরের পুলিশ কমিশানেরেটের পদ থেকে পদত্যাগ করে আইপিএসের উর্দি খুলে তৃণমূলের জার্সি গায়ে দেন হূমায়ন। তাঁকে গত শুক্রবার প্রার্থী তালিকায় ডেবরায় প্রার্থী করেন মমতা। ঘরের ছেলে রাজ্যের প্রাক্তন আইপিএস অফিসারকে পেয়ে খুশিও ডেবরার মানুষ।

error: Content is protected !!