
করোনা ভ্যাকসিনের প্রথম ডোজ নিলেন সস্ত্রীক রাজ্যপাল
করোনা ভ্যাকসিনের প্রথম ডোজ নিলেন রাজ্যপাল জগদীপ ধনকড় ও তাঁর স্ত্রী সুদেশ ধনকড়। বৃহস্পতিবার কম্যান্ড হাসপাতালে ১১.৩০ নাগাদ পৌঁছে ভ্যাকসিন নেন তাঁরা। ভ্যাকসিন নেওয়ার পর সেই ছবি শেয়ার করেছেন রাজ্যপাল। রাজ্যপাল কমান্ড হাসপাতালের সকল ডাক্তার, নার্স, স্বাস্থ্যকর্মী ও প্রশাসকদের ধন্যবাদ জানিয়েছেন। ভ্যাকসিন নেওয়ার পর তিনি সম্পূর্ণ সুস্থ আছেন বলেও টুইটে জানান তিনি।