‘নন্দীগ্রামে জয় নিশ্চিত, শুধু ইভিএমগুলো পাহারা দিন’, কর্মীদের বার্তা দিয়ে উত্তরবঙ্গে পাড়ি দিলেন মমতা বন্দ্যোপাধ্যায়
নন্দীগ্রামে নিজের জয় নিয়ে বিন্দুমাত্র সংশয় নেই মমতা বন্দ্যোপাধ্যায়ের। দ্বিতীয় দফা ভোটের দিন সন্ধেতেই আত্মবিশ্বাসের সঙ্গে বলে দিয়েছিলেন, ৯০ শতাংশ ভোট পাবে তৃণমূল। আর শুক্রবার উত্তরবঙ্গ পাড়ি দেওয়ার আগে কর্মীদের ফের চাঙ্গা করে তৃণমূল সুপ্রিমোর বার্তা, “নন্দীগ্রামে জয় নিশ্চিত। আগামী একমাস শুধু ভাল করে ইভিএমগুলো পাহারা দিন।” মমতার মতে, ইভিএমগুলো নিরাপদে থাকছে কি না, সেদিকে নজর রাখাটাই এখন সবচেয়ে বড় কাজ। বিধানসভা নির্বাচনে নিজের গড় ভবানীপুর ছেড়ে প্রথমবার নন্দীগ্রামে লড়লেন মমতা বন্দ্যোপাধ্যায়। তবে প্রতি নির্বাচনের মতো এবারও নিজের চেনা ছন্দেই দেখা গিয়েছিল তাঁকে। বেলা ১টা পর্যন্ত নন্দীগ্রামের ভাড়া বাড়িতেই ছিলেন। ঘরে বসেই খোঁজখবর নিচ্ছিলেন, ভোটের তদারকি করছিলেন। তারপর বেরিয়ে ভোট কেন্দ্রে পৌঁছান। ভোট দেওয়া নিয়ে সেখানকার মানুষের অভাব-অভিযোগ শোনেন। বয়ালে ভোটগ্রহণ স্বাভাবিক করার দাবিতে দীর্ঘক্ষণ বুথেই ছিলেন তিনি। আর এদিন উত্তরবঙ্গ সফরের আগে কর্মীদের বার্তা দিয়ে গেলেন, নন্দীগ্রামে জয় নিয়ে কোনও দ্বিধা নেই। তবে ইভিএম কারচুরি যাতে না হয়, সেদিকে নজর রাখার নির্দেশ দিলেন।