১৮১ রানেই গুটিয়ে গেল অস্ট্রেলিয়ার প্রথম ইনিংস

দুরন্ত কামব্যাক টিম ইন্ডিয়ার। পেসারদের দাপটে প্রথম ইনিংসে অস্ট্রেলিয়াকে মাত্র ১৮১ রানেই আটকে রাখল ভারত। লিড পেল চার রানের। তিনটি করে উইকেট নিলেন মহম্মদ সিরাজ ও প্রসিধ কৃষ্ণ। দুটি করে উইকেট পেয়েছেন বুমরা ও নীতীশ রেড্ডি। জবাবে ব্যাট করতে নেমে ভারতের স্কোর এখন ৪৮-২। লিড ৫২ রানের। ৯-১ স্কোর নিয়ে দ্বিতীয় দিনে নামে অস্ট্রেলিয়া। মার্নাস লাবুশেনকে ২ রানে ফিরিয়ে দিনের প্রথম উইকেট নেন বুমরা। তবে ১২তম ওভারে অজ়িদের জোড়া ঝটকা দেন মহম্মদ সিরাজ। ওভারের দ্বিতীয় বলে আউট করেন স্যাম কন্সটাসকে। ৩৮ বলে ২৩ রান করে যশস্বীর হাতে ক্যাচ দিয়ে ফেরেন তিনি। পঞ্চম বলে তুলে নেন ট্র্যাভিস হেডের উইকেট। সেকেন্ড স্লিপে থাকা কে এল রাহুলের হাতে ক্যাচ দিয়ে মাত্র ৪ রানে আউট হন হেড। এই অবস্থা থেকে ৫৭ রানের পার্টনারশিপ গড়ে দলকে টেনে তোলেন বো ওয়েবস্টার ও স্টিভ স্মিথ। এই জুটি ভাঙেন প্রসিধ কৃষ্ণ। তাঁর বলে রাহুলের হাতে ক্যাচ দিয়ে ফেরেন স্মিথ। ৫৭ বলে ৩৩ রান করেন। প্রসিধের বলেই ২১ রানে বোল্ড হন অ্যালেক্স ক্যারি। নীতীশ রেড্ডির বলে প্যাট কামিন্সও আউট হন ১০ রানে। তবে অভিষেকেই নজর কাড়লেন বো ওয়েবস্টার। এক দিক ধরে রেখে করলেন টেস্ট কেরিয়ারের প্রথম হাফ সেঞ্চুরি। ১০৫ বলে ৫৭ রান করে প্রসিধ কৃষ্ণর বলে আউট হন। বেশিক্ষন টিকতে পারেনি লোয়ার অর্ডার। ১৮১ তে অল আউট হয় অস্ট্রেলিয়া। জবাবে ব্যাট করতে নেমে ভারতের স্কোর ৪৮-২। ক্রিজে আছেন বিরাট কোহলি ও শুবমান গিল। ভারত এগিয়ে ৫২ রানে।

error: Content is protected !!