ইস্তফা দিলেন জলপাইগুড়ির ডিএসপি, জল্পনা তুঙ্গে
ভোটের মুখে ইস্তফা দিলেন জলপাইগুড়ি পুলিশের ডিএসপি সদর সমীর পাল। ঘটনায় তীব্র চাঞ্চল্য ছড়াল পুলিশের অন্দরমহলে। পুলিশ সুপারের সঙ্গে মতানৈক্যর জেরেই জলপাইগুড়ি ডিএসপি হেড কোয়ার্টার সমীর পাল চাকরি থেকে ইস্তফা দিয়েছেন বলে খবর। কিন্তু এখনও পর্যন্ত তাঁর ইস্তফাপত্র গ্রহণ করা হয়নি। সমীর বাবুকে ডেকে পাঠিয়েছে পুলিশ সুপার বলে জানা গিয়েছে। তবে কী নিয়ে মতানৈক্য তা অবশ্য জানা যায়নি। এই নিয়ে মুখে কুলুপ এঁটেছেন পুলিশকর্তারা।