মুখ্যসচিবের রিপোর্টে সন্তোষ!‌ ফের পুলিশ সুপারের থেকে রিপোর্ট চাইল নির্বাচন কমিশন

নন্দীগ্রামে মনোনয়ন পত্র জমা দিতে গিয়ে গুরুতর চোট পান মুখ্যমন্ত্রী। প্রকাশ্যে হাজার হাজার কর্মী-সমর্থকের চোখের সামনে। সেই নিয়ে নবান্নের কাছে রিপোর্ট তলব করেছিল কমিশন। শুক্রবার সেই নিয়ে রিপোর্ট দেন মুখ্যসচিব। কিন্তু রিপোর্টে নাখুশ কমিশন! সে কারণেই কি ফের পূর্ব মেদিনীপুরের পুলিশ সুপারের থেকে রিপোর্ট তলব করল কমিশন।
পূর্ব মেদিনীপুরের জেলাশাসক ও মুখ্যসচিব আলাদা ভাবে ২টি রিপোর্ট কমিশনে পাঠিয়েছেন বলে জানা গিয়েছে। দু’‌টি রিপোর্টের বলা হয়েছে, সেই সন্ধেতে দুর্ঘটনা হয়েছিল। খবর, মুখ্যসচিব আলাপন বন্দ্যোপাধ্যায়ের রিপোর্টে যথেষ্ট তথ্য নেই। শনিবারের মধ্যে তাঁকে আরও তথ্য দিতে বলেছে কমিশন। ১০ মার্চ মুখ্যমন্ত্রী কখন বাড়ি থেকে বের হন, কত জন নিরাপত্তা রক্ষী ছিলেন, এলাকায় ভিড় কেমন ছিল, সব তথ্য দিতে হবে মুখ্যসচিবের দপ্তরকে। পাশাপাশি পূর্ব মেদিনীপুরের পুলিশ সুপারের থেকে ফের রিপোর্ট তলব করা হয়েছে। এর আগে পুলিশ সুপার ৮ পাতার রিপোর্ট পাঠান কমিশনকে। তাতে যথেষ্ট তথ্য নেই

error: Content is protected !!