ভোট ঘোষণার ২৪ ঘন্টার মধ্যেই বড় পদক্ষেপ নির্বাচন কমিশনের, এডিজি-আইনশৃঙ্খলা পদ থেকে সরানো হল জাভেদ শামিমকে

দমকলের ডিজিকে দেওয়া হল ভোটের দায়িত্বে

শুক্রবার বাংলায় আট দফা ভোট ঘোষণা করেছে নির্বাচন কমিশন। তার পর চব্বিশ ঘণ্টা কাটেনি। এডিজি আইনশৃঙ্খলা পদ থেকে জাভেদ শামিমকে সরিয়ে দিল নির্বাচন কমিশন। তাঁর পরিবর্তে এডিজি আইনশৃঙ্খলা পদে বসানো হল, দমকলের বর্তমান ডিজি জগ মোহনকে। কমিশনের এই পদক্ষেপ যারপরনাই তাত্‍পর্যপূর্ণ বলে মনে করা হচ্ছে। বাংলায় বেনজির ভাবে এবার দুজন পুলিশ অবজার্ভার নিয়োগ করেছে নির্বাচন কমিশন। এক জন হলেন ৮১ ব্যাচের অন্ধ্রপ্রদেশ ক্যাডারের আইপিএস অফিসার বিবেক দুবে। অন্যজন হল, ৭৭ ব্যাচের মনিপুর ক্যাডারের আইপিএস অফিসার মৃণালকান্তি দাস। শুক্রবারই তাঁরা দায়িত্ব নিয়ে নিয়েছেন। তার পরই এই ব্যবস্থা নিয়েছে নির্বাচন কমিশন।

error: Content is protected !!