টেক অফের আগে যান্ত্রিক ত্রুটি, পাটনা বিমানবন্দরে ফের দুর্ঘটনা এড়াল স্পাইসজেট বিমান

টেক অফের আগেই দেখা গেল বিমানে প্রযুক্তিগত ত্রুটি। সঙ্গে সঙ্গে বিমান থেকে নামিয়ে দেওয়া হল সব যাত্রীকে। শনিবার এভাবেই বড়সড় দুর্ঘটনা এড়াল স্পাইসজেটের একটি বিমান। এবারও ঘটনাস্থল পাটনা বিমানবন্দর। সূত্রের খবর, স্পাইসজেটের SG3724 বিমানটি পাটনা থেকে গুয়াহাটি যাচ্ছিল। টেক-অফের ঠিক আগেই বিমানে প্রযুক্তিগত ত্রুটি ধরা পড়ে। ঘটনাটি বিমানবন্দর কর্তৃপক্ষকে জানানো হয়। উল্লেখ্য, গত রবিবারও সকালে পাটনা থেকে দিল্লির উদ্দেশে স্পাইস জেটের একটি বিমান টেক অফ করে। কিছুক্ষণের মধ্যেই বিমানের ডানায় আগুন দেখতে পাওয়া যায়। জরুরি অবতরণ করানো হয় বিমানটিকে। এক সপ্তাহ কাটতে না কাটতেই আবারও স্পাইসজেটের বিমানেই একই ধরনের প্রযুক্তিগত ত্রুটি স্বাভাবিক ভাবেই প্রশ্ন উঠেছে সংস্থার বিমান রক্ষণাবেক্ষণ নিয়ে।

error: Content is protected !!