
মন্দির থেকে বেরোনর সময় ধাক্কা, পায়ে গুরুতর চোট পান মুখ্যমন্ত্রী, ছিল না কোনও স্থানীয় পুলিশ, ষড়যন্ত্রের অভিযোগ
নন্দীগ্রামে গিয়ে গুরুতর চোট পেলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এ দিন বিরুলিয়ার মন্দির থেকে বেরোনর সময় গুরুতর চোট পান তিনি। সূত্রের খবর, বিরুলিয়ার মন্দির থেকে বেরোনোর সময় তার ধাক্কা দেন চার-পাঁচ জন। তিনি গাড়ির দরজায় বসে থাকার সময় জোরে দরজা ঠেলে বন্ধ করে দেওয়া হয়। ব্যথায় রীতিমতো কাতরাচ্ছেন মুখ্যমন্ত্রী। কলকাতায় ফিরতে হচ্ছে তাঁকে। ঘটনার নেপথ্যে সরাসরি ষড়যন্ত্রের অভিযোগ তুলেছেন মুখ্যমন্ত্রী নিজে। আঘাত পাওয়ার পর মমতা বলেন, “একটি মন্দিরের সামনে দাঁড়িয়ে প্রণাম করছিলাম। সেই সময় কোনও পুলিশ ছিল না। চার-পাঁচ জন পায়ের উপর দরজা করে দেন।” সূত্রে খবর, মুখ্যমন্ত্রীর পা রীতিমতো ফুলে গিয়েছে। আপাতত কাপড় বাঁধা রয়েছে তাঁর পায়ে। ব্যথা পাওয়ার পর যন্ত্রণায় তাঁর জ্বর চলে এসেছে বলে দাবি করেন মমতা। একই সঙ্গে রীতিমতো নজিরবিহীনভাবে নন্দীগ্রামের সমস্ত কর্মসূচি ফেলে তিনি কলকাতা ফিরে আসবেন বলে জানিয়েছেন। মমতা বন্দ্যোপাধ্যায় এদিন স্পষ্ট অভিযোগ করেছেন, কেউ বা কারা ইচ্ছাকৃত এই ঘটনা ঘটিয়েছে। তাঁর বুকে ব্যথা হচ্ছে। অন্ধকার নেমে যাওয়ার কারণে কপ্টারে কলকাতা ফিরতে পারছেন না মুখ্যমন্ত্রী। গাড়িতেই শহরে ফিরবেন তিনি। মমতা বন্দ্যোপাধ্যায় জানিয়েছেন যে এই নিয়ে তিনি নির্বাচন কমিশনে অভিযোগ জানাবেন ৷